মানবসভ্যতা ধ্বংসের দ্বারপ্রান্তে পূর্বাভাস ডুমস ডে ঘড়ির কাঁটার
ধ্বংসের দ্বারপ্রান্তে মানব সভ্যতা। সেই পূর্বাভাস দিচ্ছে ডুমস ডে'র ঘড়ির কাঁটা। ৩ বছরে এই প্রথম ডুমসডে ক্লকের কাঁটা আরো এক সেকেন্ড এগিয়ে এনেছেন 'বুলেটিন অব দ্য অ্যাটমিক সাইনটিস্টস' দলের বিজ্ঞানীরা। অর্থাৎ, বিখ্যাত ডুমস ডে ক্লকে রাত বারোটা বাজতে বাকি আছে আর মাত্র ৮৯ সেকেন্ড। এর আক্ষরিক অর্থ বিগত যে কোনো বছরের তুলনায় ২০২৫ সালে আরো নিকটে এসেছে মানব সভ্যতার চূড়ান্ত বিপর্যয়।