দেশে প্রথমবার শিশু রোগীর হার্টে পালমোনারি ভেনাস পি ভাল্ব প্রতিস্থাপনে সফলতা
দেশের ইতিহাসে প্রথমবার রোগীদের হার্টে পালমোনারি ভেনাস পি ভাল্ব প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হয়েছে। যার মাধ্যমে জটিল শিশু হৃদরোগীর বাঁচার আশা পেয়েছে। তবে উচ্চমূল্যের ভাল্ব নিয়মিত প্রতিস্থাপনে সরকারের সর্বোচ্চ সহযোগিতা চেয়েছেন শিশু হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নুরুন্নাহার ফাতেমা। যিনি তার বহুদিনের স্বপ্ন পূরণে রোগীদের পেছনে ব্যয় হওয়া টাকার সিংহভাগই নিজে দিয়েছেন। একই সঙ্গে দেশের তিন শতাধিক নবীন ও প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞকে শেখার সুযোগ করে দিয়েছেন।