ভাস্কর হামিদুজ্জামান খানের প্রয়াণ
খ্যাতিমান চিত্রশিল্পী ও ভাস্কর হামিদুজ্জামান খান মারা গেছেন। আজ (রোববার, ২০ জুলাই) সকাল সাড়ে ১০টা ৭ মিনিটে রাজধানীর মাদানী অ্যাভিনিউর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে ৭৯ বছর বয়সে মারা যান তিনি। ডেঙ্গু ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কদিন ধরে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুর খবরটি এখন টিভিকে নিশ্চিত করেছেন শিল্পী বিপুল শাহ্।