পয়েন্টম্যানের ভুল সিগন্যালেই ভাঙ্গায় ট্রেন লাইনচ্যুতি, তদন্ত কমিটি গঠন
পয়েন্টম্যানের ভুল সিগন্যালে ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের দুই কোচ ভাঙ্গা বামনকান্দা জংশন এলাকায় লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-খুলনা, ঢাকা-বেনাপোল ও ঢাকা-রাজবাড়ী রুটে ট্রেন চলাচল ১২ ঘণ্টা ধরে বন্ধ রয়েছে। তবে দুর্ঘটনার সময় কয়েকশ যাত্রী দুর্ভোগে পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।