জাতীয় নির্বাচন: নবীন প্রবীণদের সমন্বয়েই গঠিত হচ্ছে দল
আসন্ন নির্বাচনে বিএনপির মাঠে নামার ডাক পাচ্ছেন কারা? অভিজ্ঞতা দিয়ে ঠাসা নাকি পুরোটাই তারুণ্য নির্ভর? এমন প্রশ্নের উত্তরে অভিজ্ঞরা বলছেন, নবীন প্রবীণদের সমন্বয়েই হচ্ছে দল। যেখানে তরুণরা হবে দলের ভ্যানগার্ড। আর কম অভিজ্ঞদের চাওয়া, তরুণ ভোটারদের মতামতকে গুরুত্ব দিয় হোক নেতৃত্ব নির্বাচন।