হিলিতে ৪ দিনব্যাপী বই মেলা শুরু
আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে দীর্ঘদিন পর দিনাজপুরের হিলিতে ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বই মেলার উদ্বোধন করা হয়েছে। বই মেলার আয়োজন করায় খুশি স্থানীয়রা। দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে মেলার স্টল। আজ (সোমবার, ১৮ আগস্ট) দুপুরে বাংলা হিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজে বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ফিতা কেটে মেলার উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম।