বিএনপি-জামায়াতের মনোনয়নবঞ্চিত হেভিওয়েট প্রার্থীদের মনোনয়ন দেবে এনসিপি
আসন্ন জাতীয় নির্বাচনে, বিএনপি-জামায়াতের মনোনয়ন বঞ্চিত হেভিওয়েট প্রার্থীদের মনোনয়ন দেবে এনসিপি। ইতোমধ্যেই এমন একাধিক প্রার্থী এনসিপি'র সঙ্গে যোগাযোগ শুরু করেছে বলে জানিয়েছেন দলের মুখ্য সংগঠক সারজিস আলম। সেসব সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ্যে না আনলেও এনসিপির নির্বাচনি পরিচালনা সমন্বয় কমিটির দায়িত্বশীলরা বলছেন, চূড়ান্ত প্রার্থী তালিকায় চমক দেখাবে তারা। সমীকরণ মেলাতে পারলে সরকার দল কিংবা শক্তিশালী বিরোধী দলেই জায়গা হবে এনসিপির, এমন দাবিও করছেন তারা।