মার্কিন রাজনীতিতে মামদানির উত্থানে দুশ্চিন্তায় মোদি সমর্থকরা
নিউইয়র্কে মেয়রপ্রার্থী জোহরান মামদানি। মার্কিন রাজনীতিতে তার উত্থানে তোলপাড় যুক্তরাষ্ট্র থেকে সুদূর ভারত। বা বলা যায়, মুসলিম মামদানি দুশ্চিন্তার ভাঁজ ফেলেছেন মোদি সমর্থকদের কপালে। বিশ্লেষকরা বলছেন, ঠোঁটকাটা এই ডেমোক্র্যাট নেতার স্পষ্টবাদিতায় ক্ষুব্ধ গোঁড়া হিন্দুরা।