লন্ডনে বাংলাদেশির মৃত্যু, স্বামী-স্ত্রীকে ৯২ হাজার পাউন্ড জরিমানা
২০২৩ সালে পূর্ব লন্ডনের শ্যাডওয়েলে একটি আবাসিক ফ্ল্যাটে আগুনের ঘটনায় প্রাণ হারান এক বাংলাদেশি। সেই ঘটনায় আহত হন আরো অনেকেই। সম্প্রতি বিচারিক প্রক্রিয়া শেষে ইংল্যান্ডের স্নেয়ারসব্রুক ক্রাউন কোর্ট মামলার রায় দিয়েছে। রায়ে অভিযুক্ত স্বামী-স্ত্রী আমিনুর রহমান এবং সোফিনা বেগমকে পৃথক ধারায় সর্বমোট প্রায় ৯২ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দেড় কোটি টাকা।