ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকালের ১৫ মামলায় চার্জশিট
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকালে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় রুজুকৃত মামলার মধ্যে ১৫টি মামলায় চার্জশিট দেয়া হয়েছে। এর মধ্যে হত্যা মামলা ৫টি এবং অন্যান্য ধারায় মামলা ১০টি। আজ (সোমবার, ২৮ জুলাই) পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পিআর ডিপার্টমেন্ট থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।