শহিদ মুগ্ধ: মানবিক নেতৃত্বের অমর সাক্ষ্য
মৃত্যুর শেষ ক্ষণ পর্যন্ত কেবল মানবিকতার বীজ বুনে গেছেন শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ। শুধু পানি বিতরণ নয়, আহতদের অব্যাহত সাহায্য ও পুলিশের ধাওয়ার পরও মাঠ না ছাড়ার সিদ্ধান্ত কেবল একজন উপযুক্ত নেতার মধ্যেই বিদ্যমান। যে নেতৃত্বের সাক্ষী দিচ্ছেন রণক্ষেত্রের সহযোদ্ধা ও তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। প্রথম শাহাদত বার্ষিকীতে মৃত্যুঞ্জয়ীকে নিয়ে থাকছে আজকের এ প্রতিবেদনে।