জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি দেবে সরকার
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ও স্নাতক (পাস) পরীক্ষার ফলের ভিত্তিতে চলতি ২০২৫-২৬ অর্থবছরে মেধা ও সাধারণ বৃত্তির কোটা বণ্টন করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এতে ছাত্র-ছাত্রীদের সমান হারে বৃত্তি বণ্টনের নির্দেশনা দেওয়া হয়েছে। মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খানের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।