জিআই স্বীকৃতি পেল আরো ২৪ পণ্য
দেশের বিভিন্ন জেলার ২৪টি ভৌগোলিক নির্দেশক পণ্যের জিআই সনদ প্রদান করেছে শিল্প মন্ত্রণালয়। এর মধ্যে রয়েছে সিরাজগঞ্জের গামছা, সুন্দরবনের মধু, সিলেটের মনিপুরী শাড়ি, মধুপুরের আনারস, ঢাকাই ফুটি কর্পাস তুলার বীজ ও গাছ, ঢাকাই ফুটি কর্পাস তুলা, কুমিল্লার খাদি, সিরাজগঞ্জের লুঙ্গি, কুমারখালির বেডশিট, মিরপুরের কাতান শাড়ি, নরসিংদীর লটকন, গাজীপুরের কাঁঠাল।