শ্রমিক আন্দোলনে বন্ধ রাজশাহী-ঢাকা রুটের বাস চলাচল, ভোগান্তিতে যাত্রীরা
ঢাকাগামী বাস শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে রাজশাহী-ঢাকা রুটের বাস চলাচল বন্ধ করেছে শ্রমিকরা। তবে শুধু একতা বাস চলাচল সকাল থেকেই স্বাভাবিক আছে। এ ঘটনায় আজ (সোমবার, ৮ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকা সাথে চলাচলকারী বাসগুলো রাজশাহী ছেড়ে যায়নি। এর আগে গতকাল (রোববার, ৭ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে বাস চলাচল বন্ধ ঘোষণা করে শ্রমিকরা। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা ঢাকাগামী যাত্রী।