কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা বাড়লো আরও ২ দিন
রাঙামাটির কাপ্তাই হ্রদে প্রজনন মৌসুমে মাছ শিকারে তিনমাসের নিষেধাজ্ঞা আরও দুই দিন বাড়িয়ে ২ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে মৎস্য অবতরণ ঘাটগুলোতে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাছের শুল্কায়নের সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশ দেয়া হয়েছে।