মড়কে কমেছে মরিচের ফলন, দামে হতাশ পঞ্চগড়ের চাষিরা
পঞ্চগড়ের অন্যতম অর্থকরী ফসল মরিচ। গেলো কয়েক বছর ভালো দাম পাওয়ায় বেড়েছে চাষের পরিধি। তবে এবার মড়ক লেগে কমেছে ফলন। পাশাপাশি দামও নেমেছে অর্ধেকে। গেলো বছর ৮ থেকে ১০ হাজার টাকা মণের শুকনা মরিচ এবার বিক্রি হচ্ছে ৪ থেকে ৫ হাজার টাকায়। উৎপাদন খরচ বাড়ার পর কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ চাষিরা।