নাটোরের আড়তে বেড়েছে চামড়ার সরবরাহ
শুধু কোরবানি ঈদেই নয়, ঈদুল ফিতরের পরেও লবণযুক্ত চামড়ার সরবরাহ বেড়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম নাটোরের চকবৈদ্যনাথের আড়তগুলোতে। এই ঈদে তুলনামূলক কম চামড়া সরবরাহ হওয়ায় গুণগত মান ভাল থাকে। ফলে নায্য দাম পাওয়ায় খুশি ব্যবসায়ীরা। এবারের ঈদ-উল-ফিতরে ৭০ হাজার পিস গরুর চামড়া এবং ৩০ থেকে ৪০ হাজার পিস খাসির চামড়াসহ অন্যান্য চামড়া সংগ্রহের লক্ষ্য ব্যবসায়ীদের। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রে শুল্ক বাড়ানো নিয়ে চামড়া শিল্পে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা ট্যানারি মালিকদের। বাধাগ্রস্ত হতে পারে চামড়া রপ্তানি খাতও।