অস্ত্রের বাজারে নতুন খেলোয়াড় পাকিস্তান!
সামরিক চুক্তি থেকে যুদ্ধ সরঞ্জাম বিক্রি- আরব বিশ্বে নিজেদের সক্ষমতার জানান দিতে কৌশলী হচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী। মধ্যপ্রাচ্যে জেএফ-১৭ যুদ্ধবিমানের চাহিদা বাড়তে থাকায় যুক্তরাষ্ট্র ও ইউরোপের অস্ত্র নির্মাতাদের সঙ্গে পাল্লা দিতে চায় ইসলামাবাদ। আল জাজিরার বিশ্লেষণ বলছে, এ পরিকল্পনায় বাধা হতে পারে আরব রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্ব। তবে পাকিস্তানের সঙ্গে আরব রাষ্ট্রের সামরিক চুক্তি আঞ্চলিক কূটনৈতিক সম্পর্ককে আরও বৈচিত্র্যময় করবে।