ইরান অন্য জায়গায় সরিয়ে নিয়েছে ইউরেনিয়াম!
পরমাণু বোমা বানানোর পথে ছিল ইরান। কিন্তু যুক্তরাষ্ট্রের হামলার কারণে তা পিছিয়ে গেল। এমন দাবি করেছেন পরমাণু বিশ্লেষকরা। তারা বলছেন, ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস হয়েছে, এমন খবর চড়াও হলেও তার কোনো প্রমাণ নেই। তেজস্ক্রিয়তার প্রমাণ না মেলায় ধারণা করা হচ্ছে, ইরান ইউরেনিয়াম অন্যত্র সরিয়ে নিয়েছে। যদিও পরমাণু স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রযুক্তির অভাবে বোমা তৈরিতে তেহরান কয়েক ধাপ পিছিয়ে গেছে বলে মত তাদের।