টেস্টে রজতজয়ন্তী: হিসাবের খেরোখাতায় কতটা এগোলো বাংলাদেশ!
ক্রিকেটের অভিজাত ফরম্যাট টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বয়স ২৫ বছর। ঘটা করে রজতজয়ন্তী পালন করার আয়োজন করেছে ক্রিকেট বোর্ড। সেখানে দেশের অভিষেক টেস্ট দলের খেলোয়াড়দেরকে দেয়া হবে সম্মাননা, করা হবে স্মৃতিচারণ। তবে বিগত সময়ে স্মৃতিচারণের জন্য কতটা সমৃদ্ধ হয়েছে বাংলাদেশ ক্রিকেট? দেশের ঘরোয়া ক্রিকেট এগিয়েছে নাকি পিছিয়েছে?