শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ-শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানের কথা জানালো তিন কলেজ
শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ ও শৃঙ্খলার সুরক্ষায় কঠোর অবস্থানের কথা জানিয়েছে রাজধানীর তিন প্রতিষ্ঠান ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ কর্তৃপক্ষ। এই তিনটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের স্থায়ী সমাধানে ধানমন্ডি থানায় বৈঠক করেছেন প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষরা। সেখানে এই অবস্থানের কথা তুলে ধরা হয়।