রাগ কমাতে তুরস্কে ‘রেজ হাউজ’, ইতিবাচক মনে করছেন বিশেষজ্ঞরা
রাগ প্রশমনের জন্য ‘রেজ হাউজ’ নামে একটি প্রতিষ্ঠান খোলা হয়েছে তুরস্কের দিয়াবাকির শহরে। যেখানে কাজ ও পারিবারিক চাপের কারণে জন্ম নেয়া ক্রোধ নিয়ন্ত্রণে জিনিসপত্র ভাংচুরের সুযোগ পান আগতরা। শহরবাসীকে সহিংসতা থেকে দূরে রাখতে নেয়া হয়েছে ব্যতিক্রমী এ উদ্যোগ। যা অল্প সময়েই বাসিন্দাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।