রোডম্যাপ ঘোষণা না হলেও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি-জামায়াত
নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না হলেও অভ্যন্তরীণভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দেশের প্রধান বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বিএনপি বলছে কেন্দ্র থেকে তৃণমূল সব পর্যায়ের ইতিমধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করেছে তারা। আর জামায়াতের দাবি, হাসিনা আমলে অলিখিত রাষ্ট্রীয় নিষেধাজ্ঞার পর এবার সংসদীয় এলাকাগুলোয় জনসংযোগ বাড়াতে মনোযোগ তাদের। এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মত, দলগুলোর নির্বাচনের প্রস্তুতি হতে হবে পলিসি নির্ভর। সাথে নির্বাচন ঘিরে সন্ত্রাস ও কালো টাকার ব্যবহার বন্ধে সতর্ক থাকারও আহ্বান।