ঈদে আসছে ক্লোজ আপ ওয়ান তারকা রানার নতুন গান
পাঁচটি নতুন গান নিয়ে আসছেন ক্লোজআপ ওয়ান তারকা সঙ্গীত শিল্পী ও পরিচালক এইচ এম রানা। পাঁচটি গানের মধ্যে ইতোমধ্যে দুইটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানগুলো হলো- কবিতা তুমি, ভাগ্য যারে জাপটে ধরে, ফিরায়ে দেয়ার বেদনা, নীল খামে চিঠি, ভাবছো তোমায় যাব ভুলে।