মেটার স্মার্ট গ্লাসে লাইভ এআইসহ একাধিক ফিচার
মেটার রে-ব্যান স্মার্ট গ্লাসে নতুন আপডেটে একাধিক ফিচার যুক্ত করা হয়েছে। স্মার্ট গ্লাসে আগে থেকেই ক্যামেরা ও ওপেন-ইয়ার হেডফোন রয়েছে, তবে এখন থেকে স্মার্ট গ্লাসটিতে ব্যবহারকারীরা লাইভ এআই, রিয়েল টাইম অনুবাদ এবং গান শনাক্তে অ্যাপ শাজাম অ্যাপ ব্যবহার করতে পারবে।