ব্যাকপেইনের চিকিৎসায় রোলার কোস্টার!
ব্যাকপেইন কমাতে কতো কিছুই না করি আমরা। কিন্তু এ থেকে পরিত্রাণ পেতে কখনো কি রোলার কোস্টারে চড়েছেন? অবাক লাগলেও, এমনই এক ঘটনা ঘটেছে জার্মানিতে। নিয়মিত রোলার কোস্টারে চড়ে ব্যাকপেইন থেকে উপশম মিলেছে ৮৫ বছর বয়সী এক বৃদ্ধার।