বেদেনা লিচুর জিআই স্বীকৃতি: রপ্তানির উদ্যোগ চান দিনাজপুরের কৃষকরা
বাংলাদেশে লিচুর জন্য বিখ্যাত উত্তরের জেলা দিনাজপুর। লিচুর রাজ্য বলে খ্যাতি আছে দিনাজপুরের। চাষের জন্য উপযোগী বেলে-দোআঁশ মাটি হওয়ায় এ অঞ্চলে লিচুচাষে কৃষকের আগ্রহের কমতি নেই। এখানে চাষ হয় মাদ্রাজি, বোম্বাই, বেদানা, চায়না থ্রি, কাঁঠালি জাতের লিচু।