সাজেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত লুসাই-ত্রিপুরা পরিবারকে বিজিবির সহায়তা
রাঙামাটি সাজেক পর্যটনকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে পড়া ৪২টি লুসাই ও ত্রিপুরা পরিবারকে সহায়তা দিয়েছে বিজিবির খাগড়াছড়ি সেক্টর। খাগড়াছড়ি সেক্টরের ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়ন ও ২৭ বিজিবি মারিশ্যা জোন যৌথভাবে এই সহায়তা প্রদান করে। এসব সহায়তার মধ্যে রয়েছে গৃহস্থালি জিনিসপত্র, থালা, বাটি, গ্লাস, কলসি, মগ ও নগদ অর্থ।