উদ্বোধনের একদিন পরই মওলানা ভাসানী সেতুর ল্যাম্পপোস্টের তার চুরি
গাইবান্ধার হরিপুর-চিলমারী সংযোগ সড়কে তিস্তা নদীর ওপর নির্মিত বহুল প্রতীক্ষিত ‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধনের মাত্র একদিন পরই সেতুর ল্যাম্পপোস্টের তার চুরি হওয়ায় এলাকাটি অন্ধকারে ডুবে গেছে। আজ (শুক্রবার, ২২ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জল চৌধুরী।