জুলাইতে হাসপাতালে ‘পৈশাচিকতার’ দৃষ্টান্ত স্থাপন করেছিলো আ.লীগ!
জুলাইতে গাজার নমুনা দেখেছে বাংলাদেশ। চিকিৎসা সেবা পেতে সর্বোচ্চ বাধার সৃষ্টি করে হাসপাতালে হাসপাতালে পৈশাচিকতার দৃষ্টান্ত স্থাপন করেছিলো ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা। হাসপাতালের প্রধান ফটকে অবস্থান নেয়ার পাশাপাশি সেবা দেয়ার কারণে পুলিশ দিয়ে গ্রেপ্তার ও দূরবর্তী জেলায় বদলিও করা হয়েছে স্বাস্থ্য কর্মীদের। চিকিৎসার অভাবে কত জনের চোখের আলো নিভেছে, কতজন পঙ্গু হয়েছেন আর কতজনের অকালে প্রাণ ঝরেছে তার সুনির্দিষ্ট হিসাবও নেই। ভবিষ্যতে আহত যেই হোক চিকিৎসা বঞ্চিত করার এ পৈশাচিকতা বন্ধে কঠোর আইন তৈরির অনুরোধ চিকিৎসকদের।