উয়েফা চ্যাম্পিয়নস লিগে আজ রাতে একই সময়ে মাঠে নামবে ৩৬টি দল। ১৮ ম্যাচের পর নির্ধারিত হবে কারা শেষ ১৬ তে সরাসরি যাবে। ৯ থেকে ২৪ নম্বরের মধ্যে থেকে কারা যাবে প্লে-অফে, সেটিও নিশ্চিত হবে আজ।