মাতৃভাষা দিবসে পাঠক-দর্শক উচ্ছ্বাসে মুখরিত একুশে বইমেলা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকাল থেকেই পাঠকের আনাগোনায় মুখর অমর একুশে বইমেলা। অমর একুশকে স্মরণেই যে বইমেলা তা যেন আরেকটু প্রাণবন্ত হয়ে উঠেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে। তাইতো শহীদ মিনারে শ্রদ্ধাজ্ঞাপন শেষে তাইতো সবার পরবর্তী গন্তব্য যেন অমর একুশে বইমেলা।