হোসেনি দালানে বোমা হামলা: দশ বছরেও শেষ হয়নি বিচারকাজ
দশ বছরেও শেষ হয়নি হোসেনি দালানে বোমা হামলা মামলা। ১০ বছর ও ৭ বছর করে দণ্ড দেয়া দুই আসামির আপিল শুনানি দ্রুত শেষ করার কথা জানিয়েছেন রাষ্ট্রপক্ষ। তাজিয়া মিছিলের আয়োজকরা বলছেন, বোমা হামলার পর স্থিমিত হয়ে পড়ে পুরো আয়োজন। আর যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না হয় সেই আহ্বান তাদের। পুলিশ বলছে, আসন্ন আয়োজনে হামলার কোন শঙ্কা নেই।