আফগানিস্তানকে হাতে রাখার চেষ্টায় ব্যস্ত ভারত-পাকিস্তান-ইরান
স্বীকৃতি দেয়া ছাড়াই আফগানিস্তানকে হাতে রাখার চেষ্টায় ব্যস্ত ভারত, পাকিস্তান ও ইরান। ফলশ্রুতিতে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি পার করছেন ব্যস্ত সময়। ঐতিহাসিকভাবে তিন দেশের সঙ্গেই খারাপ সম্পর্ক থাকলেও সাম্প্রতিক আঞ্চলিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠেছে কাবুল। যেখানে নিরাপত্তার পাশাপাশি প্রাধান্য পাচ্ছে বাণিজ্য ও অর্থনীতি।