সভাপতি-নুরুল-হক-নূর

নিজের ওপর হামলার ঘটনায় বিচার না হলেও হাদি হত্যার বিচার চাই: ভিপি নুর
নিজের ওপর হামলার ঘটনায় বিচার না হলেও ওসমান হাদি হত্যার বিচার চেয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, ‘সিইসির মতে বিপ্লবীদের হত্যা বিচ্ছিন্ন ঘটনা।’ এমন পরিস্থিতিতে গণঅধিকার পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করবে কি না সে বিষয়ে নতুন করে ভাবছেন বলেও জানান সাবেক এই ডাকসু ভিপি।

চিফ প্রসিকিউটরকে নিয়ে দেয়া বক্তব্য প্রত্যাহার ভিপি নুরের
জুলাই আগস্টের আন্দোলনে নিহতদের পরিবারকে এক কোটি টাকা আর আহতদের ৫০ লাখ টাকা করে সহায়তা দিয়ে শহীদ পরিবার থেকে উপদেষ্টা নিয়োগ করার দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এদিকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে নিয়ে দেয়া বক্তব্য প্রত্যাহার করেছেন ভিপি নুর। তিনি বলেন, 'আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের সঙ্গে ছোট একটি ভুল বুঝাবুঝি হয়েছিল।' সেটি সমাধান করা হয়েছেও বলে জানান তিনি।