ইইউভুক্ত দেশের পণ্যে ৫০ শতাংশ শুল্কারোপের হুঁশিয়ারি ট্রাম্পের
ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর পণ্যের ওপর এবার ৫০ শতাংশ সম্পূরক শুল্কারোপের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও, আইফোনের ওপর ২৫ শতাংশ শুল্কারোপ করবেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে এ কথা জানান ট্রাম্প নিজেই। আগামী পহেলা জুন থেকে নতুন এ শুল্ক কার্যকর হবে বলে হুঁশিয়ারি তার। ট্রাম্পের এ ঘোষণার পর থেকে মার্কিন শেয়ার বাজারে কমতে শুরু করেছে স্টকের দর। এছাড়া নিম্নমুখী ডলারের দরও।