জুলাই গণহত্যা: শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
বিচারকাজ সরাসরি সম্প্রচার
বাংলাদেশে প্রথমবারের মতো ট্রাইব্যুনালের বিচারকাজ বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার হচ্ছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। আজ (রোববার, ১ জুন) সকালে হাসিনাকে নির্দেশদাতা উল্লেখ করে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়। পরে দুপুর সোয়া ১২টার দিকে বিচারকাজ সরাসরি সম্প্রচার শুরু হয়।