১০ বছরেও ঘুচলোনা বার্সার আক্ষেপ; ফাইনালে ইন্টার মিলান
৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে বার্সেলোনাকে বিদায় করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (ইউসিএল) ফাইনালে ইন্টার মিলান। সেমির দ্বিতীয় লেগে বার্সাকে ৪-৩ ব্যবধানে হারায় মিলান। তাতে গেলো দুই বছরেই পর পর ২টি ফাইনালে উঠলো ইতালিয়ান জায়ান্টরা। অন্যদিকে ১০ বছর ধরে ফাইনালে ওঠার আক্ষেপ ঘুচলো না বার্সেলোনার।