সানস্ক্রিন-কেন-ব্যবহার-করবেন
সানস্ক্রিন কখন ক্ষতিকর

সানস্ক্রিন কখন ক্ষতিকর

তীব্র রোদে ঝিমিয়ে পড়েছে জনজীবন। অসহ্য এই গরমে জীবনের নানা প্রয়োজনে ঘরের বাইরে বের হতেই হয়। রোদে বেরোলেই পুড়েছে ত্বক। সানস্ক্রিন ছাড়া বাইরে বেরোনো মানে ত্বকের বিপদ ডেকে আনা। ঘরের বাইরে আমাদের ত্বক সাধারণত ইউভিএ এবং ইউভিবি নামে দুই ধরনের সূর্যরশ্মির মুখোমুখি হয়। এই দুই রশ্মির কারণে আমাদের ত্বকে নানা সমস্যার মুখোমুখি হতে হয়। সূর্যের এই রশ্মিগুলো থেকে ত্বককে সুরক্ষা দেয়ার কাজটিই করে সানস্ক্রিন। তাই ত্বককে এই রশ্মিগুলো থেকে সুরক্ষিত রাখতে হলে স্কিন কেয়ার রুটিনে সানস্ক্রিন যোগ করা জরুরি।