
সাফজয়ী নারীদের একাংশের জন্য একুশে পদক, বৈষম্য নিয়ে প্রশ্ন বাফুফের
সাফজয়ী নারীদের পুরো দল নয় বরং একুশে পদকের জন্য মাত্র এগারো জন ফুটবলারের নাম চেয়ে চিঠি পাঠিয়েছে পদক আয়োজক কমিটি। দলের বাকিরা কেনো বৈষম্যের শিকার হবেন তার জবাব নেই বাফুফের কাছে। তবে, পুরো দলকেই পদকে সম্মানিত করতে আয়োজক কমিটির কাছে সুপারিশ করেছে সংস্থাটি।

সাফজয়ীরা ম্যাচ বঞ্চিত, রানার্সআপ নেপাল খেলবে চার জাতি টুর্নামেন্ট
ফেব্রুয়ারির ফিফা উইন্ডোতে সাফজয়ী নারীদের জন্য কোনো ম্যাচ আয়োজন করতে পারছে না বাফুফে। অথচ সাফে রানার্সআপ নেপাল একই সময়ে খেলবে চার জাতি টুর্নামেন্ট। তবে মার্চ উইন্ডোর জন্য ১৩টি দেশকে চিঠি দিয়েছে বাফুফে। এদিকে আজ (বুধবার, ১৫ জানুয়ারি) কয়েকজন নারী ফুটবলার ক্যাম্পে ফিরলেও হেড কোচ চূড়ান্ত করতে পারেনি ফেডারেশন।

ফিফা উইন্ডোতে ম্যাচ খেলা হচ্ছে না সাফজয়ী নারীদের
আসন্ন ফিফা উইন্ডোতে ম্যাচ খেলা হচ্ছে না সাফজয়ী নারীদের। এ বছর নভেম্বর-ডিসেম্বরে যে মেয়েদের ফিফা উইন্ডো আছে, তা জানেন না স্বয়ং বাফুফে নারী উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। টানা দুইবার সাবিনারা সাফ জিতলেও ফেডারেশনের লক্ষ্য আগামী বছর ২-৩টা ফিফা উইন্ডোতে ম্যাচ আয়োজন করা।