সহযোগিতা-সহমর্মিতা সহজ করে একক মাতৃত্বের সংগ্রাম
সন্তানের যত্ন থেকে ভরণপোষণ, সঙ্গে পরিবার সামলানোর চাপ, যাপিত জীবনের নিত্যদিনকার প্রতিবন্ধকতা, একাই সব বহন করতে হয় সিঙ্গেল মাদারকে। একক মাতৃত্বের চ্যালেঞ্জ নিতে গিয়ে অনেকেই ভোগেন মানসিক চাপে। আবার সামাজিক নানা বাঁধার জালে মুখ ফুটে কিছু বলার সুযোগও পান না এই মায়েরা। বিশেষজ্ঞরা বলছেন, দৃষ্টিভঙ্গি পরিবর্তন আর সহযোগিতায় একক মাতৃত্বের সংগ্রাম সহজ করে তোলা সম্ভব।