সেইফ ল্যান্ডিং ও বীরত্বগাথার গল্প: যাদের দক্ষতায় বাঁচলো ৭৫ প্রাণ
কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪৩৬ ফ্লাইটের এক পাশের ল্যান্ডিং গিয়ারের চাকা উড্ডয়নের সময় খুলে পড়ে গেলেও, অভূতপূর্ব সাহস ও দক্ষতায় তা নিরাপদে অবতরণ করালেন পাইলট ক্যাপ্টেন বিল্লাহ ও ফার্স্ট অফিসার জায়েদ।