নির্বাচিত হয়নি পোপ, কালো ধোঁয়া বের হওয়ায় ফের ভোট
পোপ নির্বাচনের প্রথম দফার ভোটের পর সিস্টাইন চ্যাপেলের চিমনি দিয়ে বের হয়েছে কালো ধোঁয়া। অর্থাৎ নতুন পোপ নির্বাচিত হয়নি। আজ (বৃহস্পতিবার, ৮ মে) দ্বিতীয় দফায় আবার ভোটাভুটি হচ্ছে। এই দফায়ও কালো ধোঁয়া বের হলে ফের চলবে ভোটগ্রহণ।