কুয়াকাটায় নির্মাণের আগেই ধসে পড়েছে সৈকত সড়ক
নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ধ্বংস হয়ে গেল কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশে ৪ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত নান্দনিক সৈকত সড়ক। সমুদ্রের তীব্র ভাঙনে ধসে পড়েছে রাস্তায় অংশ। নিম্নমানের কাজ আর পরিকল্পনাহীনতায় সড়কের বেহাল দশা বলছেন স্থানীয়রা। এদিকে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পরেও শেষ হয়নি কাজ। আলোর মুখ দেখেনি তদন্ত কমিটির প্রতিবেদনও। জনগণের টাকা গচ্চা যাওয়ার পর শেষমেশ প্রকল্পটি বন্ধের সুপারিশ করেছে পৌর কর্তৃপক্ষ।