মোহামেডানে তারুণ্য-অভিজ্ঞতার মিশেল: স্বপ্ন লিগ শিরোপা জয়ের
নতুন মৌসুমে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে দল গড়েছে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। সোলেমান দিয়াবাতেকে ধরে রাখতে না পারলেও দলে আছেন ৪ বিদেশি ফুটবলার। আগের মৌসুমে লিগ চ্যাম্পিয়ন হলেও এবারের দল নিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি দলটি। কোচ আলফাজের আশা, দলগতভাবে পারফর্ম করলে মিলবে সাফল্য। তবে দল বদল হলেও পুরো দলকে একসঙ্গে পেতে অপেক্ষা করতে হবে বেশ খানিকটা সময়।