প্রতিহিংসার রাজনীতিতে সৌহার্দ্য বয়ে আনে রমজান
সময়ের সাথে প্রসার ঘটেছে ইফতারকেন্দ্রীক রাজনীতির। রমজানজুড়ে রাজনৈতিক দলগুলো ইফতার আয়োজনের মধ্যদিয়ে সৌহার্দ্য বিনিময়ের পাশাপাশি দলকে সংগঠিত করার কাজ করেন। রাজনীতিবিদরা বলছেন, নির্বাচনকে সামনে রেখে দলীয় সংগঠন ও বিভিন্ন পেশাজীবীদের সাথে সমন্বয় বাড়াতে ভূমিকা রাখবে ইফতার আয়োজন। এর মাধ্যমে জনসংযোগ বাড়ানো ও তৃণমূলকে শক্তিশালী করার পরিকল্পনেও রয়েছে দলগুলোর।