নতুন আঙ্গিকে কাল থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা
কাল থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। জুলাই গণঅভ্যুত্থানের আবহে সাজানো হয়েছে এবারের বইমেলা। প্রস্তুত মেলার স্টল প্যাভিলিয়নগুলো। প্রাণের মেলার জন্য মুখিয়ে আছেন পাঠকরা। পরিবর্তিত পরিস্থিতিতে লেখক-প্রকাশকদের কাছেও এ এক ভিন্ন বইমেলা। মেলার পুরো মাসজুড়ে শৃঙ্খলা ও নিরাপত্তার প্রত্যাশাও তাদের। পরিসরের বিবেচনায় এটিকে সবচেয়ে বড় বইমেলা বলছে বাংলা একাডেমি।