ভালুকায় উচ্ছেদে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য দৃষ্টিনন্দন স্টিলের টি-স্টল
ময়মনসিংহের ভালুকায় উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন। আজ (মঙ্গলবার, ১৫ জুলাই) ক্ষতিগ্রস্ত ২৮ চা দোকানিকে দেয়া হয়েছে একটি করে দৃষ্টিনন্দন টি-স্টল। স্টেইনলেস স্টিলের তৈরি টি-স্টলগুলো দেখতে যেমন নান্দনিক তেমনি বেশ মজবুতও। এর ডিজাইন এবং নজরকাড়া নামের কারণে পেয়েছে ভিন্ন মাত্রা। সারা দেশে অনুকরণীয় হতে পারে এ মডেল।