স্ট্যাবল কয়েন: লেনদেন ও অর্থ স্থানান্তরে ব্যবহার হবে ক্রিপ্টো মুদ্রা
দৈনন্দিন লেনদেন ও অর্থ স্থানান্তরে ব্যবহার হবে ক্রিপ্টো মুদ্রা। এমনই একটি আইনে সাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডলারভিত্তিক ডিজিটাল মুদ্রা 'স্ট্যাবল কয়েন' নিয়ন্ত্রণের জন্য আইন হওয়ায় এই মুদ্রার দৈনন্দিন ব্যবহারের সুযোগ আরও বাড়লো। জিনিয়াস অ্যাক্ট শীর্ষক এ আইনকে ডিজিটাল দুনিয়ার উল্লেখযোগ্য মাইলস্টোন হিসেবে দেখছেন বিশ্লেষকরা।