কুমিল্লায় ৪০ ঠিকাদারি প্রতিষ্ঠানকে এলজিইডির জরিমানা
নির্দিষ্ট সময়ে কাজ শেষ না করা, নিম্নমানের সামগ্রীর ব্যবহার এবং কাজের মান সন্তোষজনক না হওয়ায় কুমিল্লায় ৪০ ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৩ কোটি টাকার বেশি জরিমানা করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। শুধু আর্থিক জরিমানা নয়, অপরাধ বিবেচনায় শাস্তি হিসেবে চলমান কাজ বাতিল এবং কালো তালিকাভুক্ত করা হয়েছে প্রতিষ্ঠানের লাইসেন্স। এলজিইডি কর্তৃপক্ষ বলছে, এর মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠানের জবাবদিহিতা এবং কাজের গুণগত মান নিশ্চিত করা সম্ভব হবে।